logo ১৯ এপ্রিল ২০২৫
৯ দিনের ছুটিতে পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ জুলাই, ২০১৬ ১৬:৪৭:২৯
image



ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ১ জুলাই শুক্রবার থেকে ৯ জুলাই পর্যন্ত মোট ৯ দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।






ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।






সূত্র জানিয়েছে, জুলাই মাসের প্রথম দিন থেকে ডিএসই ও সিএসইর অফিসের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১০ জুলাই থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।






ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। যা রমজান উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা এবং সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছে।






(ঢাকাটাইমস/০১জুলাই/জেবি)