logo ১৯ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৬ ১৮:১৮:৪০
image



ঢাকা: সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ২০৯ কোটি ১২ লাখ টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।






আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩৮৭ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক শূন্য ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭২৪ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৩ পয়েন্টে।






সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।






(ঢাকাটাইমস/১৯জুন/জেবি)