logo ১৯ এপ্রিল ২০২৫
দুই বাজারেই লেনদেনে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৬ ১৯:২৬:৩১
image



ঢাকা: দেশের দুই পুঁজিবাজারেই মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ দুই বাজারেই বেড়েছে লেনদেন। সূচকও সামান্য বেড়েছে।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩৮৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৬৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে আজ ২৪ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে।






আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৪৭  পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৮ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৪ পয়েন্টে।  সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।






(ঢাকাটাইমস/১৪জুন/জেবি)