logo ১৯ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৬ ১৮:৩১:০৭
image



ঢাকা: সূচক ও পতনের পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ রবিবার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।  






ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে ৩৩১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে আজ ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।






এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৪০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক  ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।






(ঢাকাটাইমস/১২জুন/জেবি)