logo ১৯ এপ্রিল ২০২৫
সূচক ঊর্ধ্বমুখী, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জুন, ২০১৬ ১৭:১৪:১৩
image



ঢাকা: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে বড় ব্যবধানে।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বুধবার ডিএসইতে ৩২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৪৭১ কোটি  ৪৭ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে আজ ১৪৮ কোটি ১৬ লাখ টাকার বা ৩১ শতাংশ লেনদেন কমেছে।






এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪২০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪১ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার






৫৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।






(ঢাকাটাইমস/০৮জুন/জেবি)