logo ১৯ এপ্রিল ২০২৫
লেনদেন বাড়লেও কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুন, ২০১৬ ১৮:৩৩:২৬
image



ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে আজ সোমবার লেনদেন বেড়েছে। তবে এদিন অধিকাংশ সূচক কমেছে।






ডিএসইতে আজ ৩১৬টি কোম্পানির আট কোটি ৭৫ লাখ ২১ হাজার ৭৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৬৩ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার ৯৯০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা বেশি।






ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.০০ পয়েন্ট কমে ৪৪০৫.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ০.৮৮ পয়েন্ট কমে ১৭৩৬.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক পয়েন্ট ১.৭১ বেড়ে ১০৮৫.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার।






লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: অ্যাকমী ল্যাব, বিএসআরএম লি., লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাহাজীবাজার পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, লিন্ডে বিডি, বিবিএস ও অলিম্পিক ইন্ডা.।






দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইবনে সিনা, খান ব্র্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, আইএফআইসি ১ম মি. ফা., ইউনাইটেড ইন্সুঃ, ইবিএল ১ম মি.ফা., ইবিএল এনআরবি মি. ফা., এনসিসিবিএল মি. ফা-১, ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা. ও ইস্টল্যান্ড ইন্সু.।






অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: পূরবী জেনারেল ইন্সু.,আইএফআইসি, জিলবাংলা সুগার, সিটি ব্যাংক, সাভার রিফ্রেক্টরিজ, রহিমা ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএসএন লি., অ্যাকমী ল্যাব ও বিডি অটোকারস।






(ঢাকাটাইমস/১৩জুন/জেবি)