logo ১৯ এপ্রিল ২০২৫
সূচকে মিশ্র প্রবণতা, কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৬ ১৮:৩১:৪৭
image



ঢাকা: সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে আজ দেশের পুঁজিবাজারে শেষ হয়েছে লেনদেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৫৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৩৮৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে আজ ৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে।






আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪১১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৭ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।






(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)