লেনদেন স্বাভাবিক, কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৬ ১৭:২৮:২১
ঢাকা: দেশের পুঁজিবাজারে মূল্যসূচক কিছুটা কমেছে। তবে লেনদেন স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের কিছুটা পতন হলেও লেনদেন আগের দিনের মতোই হয়েছে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৬৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭১০ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
(ঢাকাটাইমস/২১জুন/জেবি)