logo ১৯ এপ্রিল ২০২৫
দেড় মাসে সর্বনিম্ন লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুন, ২০১৬ ১৮:৪২:১৮
image



ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ২৬৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার






লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৪৫ কোটি টাকা বা ১৫ শতাংশ কম। গত ১৫ মে ২৫৮ কোটি টাকা লেনদেন হয়।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩১১ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৩৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭১৪ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।






(ঢাকাটাইমস/২৬জুন/জেবি)