logo ১৯ এপ্রিল ২০২৫
দুই বাজারেই সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুলাই, ২০১৬ ১৮:১১:৪৯
image



ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙা ভাব লক্ষ্য করা গেছে। আজ সোমবার দেশের দুই বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সূচক ও লেনদেন। আজ ডিএসইতে প্রায় ৩৩ শতাংশ লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।






ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ডিএসইতে ৪৯৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১২২ কোটি ২০ লাখ টাকার বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।






সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৭ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।






(ঢাকাটাইমস/১৮জুলাই/জেবি)