প্রথম দিনেই পুঁজিবাজারে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৬ ১৮:২৯:০৩

ঢাকা: ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। সূচকের পাশাপাশি লেনদেনও এদিন কমেছে।
ডিএসইতে আজ ৩১৩ টি কোম্পানির সাত কোটি ৫৯ লাখ সাতটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২০৯ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৩০০ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২.৩৯ পয়েন্ট কমে ৪৪৯৫.১৮ পয়েন্ট,ডিএস-৩০ মূল্য সূচক ১১.২৬ পয়েন্ট কমে ১৭৫৯.৫৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ্ সূচক ৬.৩১ পয়েন্ট কমে ১১০৪.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে লেনদেনের শীর্ষস্থানীয় ১০টি কোম্পানি হলো: ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকমী ল্যাব, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার ও আমান ফিডস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এফবিএফআইএফ, ভ্যানগার্ড মিউচ্যুয়াল ফান্ড-১, ন্যাশনাল ব্যাংক, আইপিডিসি, ফারইস্ট ফাইন্যান্স, এক্সিম ফার্স্ট মি. ফা., ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএ মি. ফা., সিটি জেনারেল ইন্সুরেন্স ও ট্রাস্ট ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এসইএমএল, মাইডাস ফাইন্যান্স, ইসলামি ইন্সুরেন্স, ৭ম আইসিবি মি. ফা., প্রাইফ ইসলামী লাইফ ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, আইসিবি, পপুলার লাইফ ইন্সুরেন্স ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।
(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি)