logo ১৯ এপ্রিল ২০২৫
বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ জুলাই, ২০১৬ ১৬:৫৬:১৮
image



ঢাকা: সূচক ও লেনদেনের সামান্য উন্নতির মধ্য দিয়ে পুঁজিবাজারে সপ্তাহ শুরু হয়েছে। আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৭৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় তিন কোটি ১২ লাখ টাকার বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৭১ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।






রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।






(ঢাকাটাইমস/১৭জুলাই/জেবি)