logo ১৯ এপ্রিল ২০২৫
এ সপ্তাহে তিন কোম্পানির এজিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুলাই, ২০১৬ ২১:৩৬:০৬
image



ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।






ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ জুলাই সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ওইদিন স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সভাটি হবে। কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।






ফেডারেল ইন্স্যুরেন্সের ইজিএম ও এজিএম আগামী ২১ জুলাই সকাল সাড়ে ১১টা ও  ১২টায় মুক্তিযুদ্ধ সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এই কোম্পানি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।






সোনারবাংলা ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২১ জুলাই সকাল ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে এই কোম্পানি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।






এছাড়া সাইফ পাওয়ারটেকের ইজিএম আগামীকাল সকাল সাড়ে ৯টায় আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হবে।






(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)