logo ১৯ এপ্রিল ২০২৫
পুঁজিবাজারে সূচক ও লেনদেন নিম্নমুখী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৬ ১৬:৫৮:১৭
image



ঢাকা: গতকালের ধারাবাহিকতায় আজ বুধবারও দেশের পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সূচক ও লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৪৫ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৪ কোটি ৫৯ লাখ টাকার বা ১৪ শতাংশ কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৯৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।






বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫৫৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৯ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।






(ঢাকাটাইমস/২০জুলাই/জেবি)