logo ১৮ এপ্রিল ২০২৫
সূচক কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ জুলাই, ২০১৬ ১৭:১৬:১৫
image



ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক নিম্নমুখী। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কিছুটা বেড়েছে। আর ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে। 






ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার ডিএসইতে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৬ কোটি ৪৭  লাখ টাকার বা ১৭ শতাংশ বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।






সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার  ৯৯৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।






(ঢাকাটাইমস/২৫জুলাই/জেবি)