logo ১৮ এপ্রিল ২০২৫
২৮ আগস্ট তিন কোম্পানির এজিএম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুলাই, ২০১৬ ১৬:৫৬:২১
image



ঢাকা: আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স লিমিটেড ও সিটি ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।






এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের এজিএম ওইদিন বেলা ১১টায় মাল্টিপারপাস হল, আইডিইবি ভবন, কাকরাইলে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।






জনতা ইন্স্যুরেন্সের এজিএম আগামী বেলা ১১টায় ইমা নুয়েলস নিউ হল, গুলশান-১ এ অনুষ্ঠিত হবে।  সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।






এছাড়া সিটি ব্যাংকের এজিএম একই দিনে বেলা সাড়ে ১১টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।






(ঢাকাটাইমস/২৩জুলাই/জেবি)