সূচক কমলেও লেনদেনে চাঙা ভাব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ জুলাই, ২০১৬ ১৬:০২:১৩

ঢাকা: দেশের পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। তবে লেনদেনে চাঙা ভাব লক্ষ্য করা গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৩৪ শতাংশ। ৫০০ কোটির কোটা ছাড়িয়েছে লেনদেনের পরিমাণ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা লক্ষ্য করা গেছে। সেখানে কমেছে সূচক, বেড়েছে লেনদেনের পরিমাণ।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, রবিবার ডিএসইতে ৫০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১২৭ কোটি ৩৭ লাখ টাকার বেশি লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৫২৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭০ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে আজ ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
(ঢাকাটাইমস/৩১জুলাই/জেবি)