logo ০৪ জুলাই ২০২৫
বয়স্ক দম্পতির একাকিত্ব জীবন এবং পুলিশ...
ঢাকাটাইমস ডেস্ক
০৯ আগস্ট, ২০১৬ ২০:১৫:১৫
image



ঢাকা: পুলিশ যে সাধারণ মানুষ বিশেষ করে অসহায় মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারে তার প্রমাণ পাওয়া গেল ইতালিতে। সম্প্রতি সে দেশে গভীর রাতে একাকিত্বের যন্ত্রণায় ঘরের ভেতর ছটফট করছিল এক বৃদ্ধ দম্পতি। ৯৪ বছর বয়স্ক স্বামী জো এবং ৮৯ বছর বয়সী স্ত্রী মিচেল রীতিমতো কান্না কাটি জুড়ে দেয়। প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে ফোন দেয়। কয়েক মিনেটের মধ্যে পুলিশ এসে হাজির। পুলিশ দেখে অসহায় এই দম্পতির কান্না যেন আরো বেড়ে যায়।






শেষ পর্যন্ত পুলিশ তাদের মতো করে এই দম্পতিকে শান্ত করার চেষ্টা করেন। তাদের সঙ্গে আলাপ জুড়ে দেন। তাদের একাকিত্ব জীবন সম্পর্কে জানতে নানা প্রশ্ন করেন। নিঃসন্তান এই দম্পতিকে এর আগে সঙ্গে দিতো তাদের প্রতিবেশীরাই। তারাই মাঝে মধ্যে এসে তাদের খোঁজখবর নিত। এতে তারা কিছুটা হলেও শান্তি খুজেঁ পেতেন। কিন্তু গত এক মাস ধরে তাদের দেখতে আসেনি প্রতিবেশীরাও। গ্রীষ্মের ছুটিতে প্রতিবেশীরা দল বেঁধে বেড়াতে চলে যাওয়ায় তাদেরকে সঙ্গ দেয়ার মতো কেউ ছিল না। এ সময় তাদেরকে একাকিত্ব গ্রাস করে এবং পরে তারা কান্না জুড়ে দেয়।






এক পর্যায়ে পুলিশ কর্মকর্তারা তাদের রান্না ঘর দেখতে চাইলেন। রান্নাঘরে ঢুকে পুলিশ সদস্যরা দম্পতির জন্য মাখন এবং পনির দিয়ে পাস্তা রান্না করলেন। পুলিশদের রান্না করা পাস্তা তৃপ্তি সহকারে খেলেন ওই দম্পতি।    






গেল সপ্তাহে রোমান পুলিশ বিভাগ এই দম্পতির দুটি ছবি পোস্ট করে ইতালীয় ভাষায় ফেসবুকে একটি আবেগীয় পোস্ট প্রকাশ করেছেন। পোস্টটি বেশ কাব্যিকভাবে লেখা হয়েছিল।






পোস্টটিতে বলা হয়েছে, ৭০ বছর আগে বিয়ে করেছেন জোলি এবং মিচেল দম্পতি। তারা দুজন ছাড়া এই বাসায় আর কেউ থাকেন না। সময় কাটানো জন্য রয়েছে একটি টেলিভিশন। আর এই টেলিভশন তাদের মন আরও বেশি খারাপ করে দেয়। যখন তারা পুরো বিশ্বের খারাপ সংবাদগুলো টেলিভিশনে দেখতে পান।    






ফেসবুক পোস্টটিতে বলা হয়েছে, ‘জীবন সবসময় স্বাভাবিক হয় না। বিশেষ করে যখন শহরটি হয়ে যায় জনমানব শূন্য এবং প্রতিবেশীরা ছুটি কাটাতে চলে যায় বহুদূরে। মাঝে মাঝে তাদের একাকিত্ব অশ্রুতে রুপান্তরিত হয়। এটা অনেকটা গ্রীষ্মের ঝড়ের মতো। এটি হঠাৎ করেই আসে এবং তাদের ওপর দিয়ে বয়ে যায়।’






পোস্টটিতে আরও বলা হয়, ‘জো এবং মিচেল একে অপরকে ভালোবাসেন। কিন্তু যখন একাকিত্ব তাদের গ্রাস করে, তখন তারা আশা হারাতেই পারেন। আজকের মতো এমন জোরে চিৎকার করতে পারেন। তাদের চিৎকার শুনে কেউ হয়তো পুলিশকে ফোন করতে পারেন।’  






এই দম্পতির একাকিত্ব মারাত্মক শারীরিক ও আবেগীয় স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এক গবেষণায় বলা হয়েছে, ৪৩ শতাংশ বয়োবৃদ্ধরা একাকিত্ব অনুভব করেন। কিন্তু তাদের মাত্র ১৮ শতাংশ একা বাস করেন। 






রোমান পুলিশ বিভাগের এই পোস্টটি প্রায় ২৫ হাজার বার শেয়ার করা হয়েছে। মন্তব্য করেছেন প্রায় সাত হাজার ব্যক্তি। একজন নারী মন্তব্য করেছেন, আপনাদের ধন্যবাদ। আপনারাই সত্যিকারের নায়ক। সূত্র: এনডিটিভি ও দ্য ইন্ডিপেনডেন্ট।






(ঢাকাটাইমস/৯আগস্ট/এসআই/এআর/ঘ.)