logo ১১ এপ্রিল ২০২৫
ডিএসইতে মিশ্র, সিএসইতে উত্থান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ আগস্ট, ২০১৬ ১৬:৪৭:৫৬
image



দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এই বাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৪২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৮৯ কোটি ৫৫ লাখ টাকার বেশি লেনদেন। রবিবার ডিএসইতে ৩৩৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।






মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।






এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১  পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৩ পয়েন্টে।






অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।






(ঢাকাটাইমস/১৬আগস্ট/জেবি)