logo ০৫ এপ্রিল ২০২৫
পর্দা নামলো রিও অলিম্পিকের
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২২ আগস্ট, ২০১৬ ০৯:০৮:১৩
image



ব্রাজিলের রিও ডি জেনিরোতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো রিও অলিম্পিক। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও ব্রাজিল চমকে দিয়েছে চোখ ধাঁধানো অনুষ্ঠান দিয়ে। বাংলাদেশ সময় আজ ভোর পাঁচটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অনুষ্ঠানের পরতে পরতে ছিল রঙের খেলা। ছিল উৎ​সব আনন্দ।






সমাপনী অনুষ্ঠানে অংশ শুরুতেই হাজার হাজার খেলোয়াড় মাঠে প্রবেশ করে। বৃষ্টির বিড়ম্বনাকে উপেক্ষা করেই রিও-র মাঠে চলে নৃত্য ও আনন্দ কোলাহল।






জাতীয় পতাকা বহনকারীরা এই উৎসবে আলাদাভাবে নিজেদের দলের সঙ্গে পতাকা নিয়ে যাননি। বরং সকল পতাকা বহনকারীরা একসঙ্গে একটি দল হিসেবে এসেছেন। বলা হচ্ছে, ‘টুগেদারনেস’ বা যূথবদ্ধতার প্রতীক হিসেবেই করা হয়েছে এই আয়োজন।






এবারের অলিম্পিক আসরের সর্বোচ্চ ৪৬টি সোনা নিয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। আর ২৭টি সোনা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটেন। ২৬টি সোনা নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে রাশিয়া ও জার্মানি।






শেষ দিনে রিও অলিম্পিকের পুরুষদের ম্যারাথন জিতেছেন কেনিয়ার ইলিউড কিপচোগ। মোট দুই ঘণ্টা আট মিনিট চুয়াল্লিশ সেকেন্ড সময় নিয়েছেন ৩১ বছর বয়সী এই কেনিয় তারকা। এবারের ম্যারাথনে দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার ফেয়িসা লিলেসা। কিচচোগের চেয়ে ৭০ সেকেন্ড বেশি সময় নিয়েছেন লিলেসা। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের গেলেন রূপ্য।






পরবর্তী অলিম্পিক আয়োজক দেশ জাপান।২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস এর জন্য জাপানের কাছে তুলে দেয়া হয় অলিম্পিকের পতাকা।






(ঢাকাটাইমস/২২আগস্ট/জেএস)