logo ০৫ এপ্রিল ২০২৫
শুরুতে যুক্তরাষ্ট্র, শেষেও যুক্তরাষ্ট্র
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২২ আগস্ট, ২০১৬ ১০:০০:০৪
image



এ যেন যুক্তরাষ্ট্রময় অলিম্পিক। আসরের প্রথম স্বর্ণপদক জিতেছিল দলটি। মাঝখানেও ছিল তাদের আধিপত্য। শেষ পদকটি জিতেও সেই আধিপত্য ধরে রাখলো তারা। 






এবার রিও গেমসের শেষ ইভেন্ট ছিল ছেলেদের বাস্কেটবল। সার্বিয়াকে ৯৬-৬৬ স্কোরে উড়িয়ে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্রের ছেলেরা।






অন্যদিকে এবার প্রথম ইভেন্ট ছিল মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল। সেদিন চীনের দু লিকে হারিয়ে ভার্জিনিয়া থ্রেশার জিতে নেন গেমসের প্রথম সোনা। 






চার বছর আগের অলিম্পিকেও পদক তালিকায় প্রথম ছিল দেশটি। এবারও তার ব্যতিক্রম হলো না। ৪৬টি সোনা, ৩৭ রুপা এবং ৩৮টি ব্রোঞ্জ নিয়ে মোট ১২১টি পদক তাদের।






দ্বিতীয় স্থানে আছে গ্রেট ব্রিটেন। ২৭ সোনায় তাদের মোট পদক ৬৭টি।












(ঢাকাটাইমস/২২আগস্ট/এএম)