অলিম্পিকের আলোচিত ৫
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২২ আগস্ট, ২০১৬ ১০:৪১:১৭

দেখতে দেখতে শেষ হয়ে এল অলিম্পিক-২০১৬। প্রত্যেক অলিম্পিকেই নানা ঘটনার বেড়াজালে এমন কিছু রেকর্ড কিংবা ঘটনা ঘটে যায়, যা হয়ে যায় ঐতিহাসিক। তেমনই কিছু ঘটনা নিয়ে আমাদের এই আয়োজন।
১. বোল্টের অমরত্ব: ১০০ মিটার জিতেই ঘোষণাটা দিয়ে রেখেছিলেন। ৪x১০০ মিটার জিতেই ট্রিপল-ট্রিপলের সেই ঘোষণা বাস্তবায়ন করেন বোল্ট। ইতিহাসে অমরত্ব থাকার মতো রসদ জোগাড় হয়ে যায় এই জামাইকানের।
২. ঝাঁপিয়ে পড়ে সোনা: এর নাম লড়াই। জীবন দিয়ে হলেও জিততে হতো শাউনি মিলারকে। অন্তত তার ‘ডাইভ’দেখে সেটাই মনে হয়। মেয়েদের ১০০ মিটার ফাইনালে টাচ লাইনের কাছে এস ঝাঁপিয়ে পড়ে স্বর্ণ জিতে আলোচনার ঝড় তোলেন বাহমিয়ান এই নারী অ্যাথলেট।
৩. ভক্তের কাছে হার: সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাঁতারু মাইকেল ফেলপসও যে হারতে পারেন, সেটা দেখা গেল এবার। সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ফেল্পসকে হারিয়ে দেন তারই ভক্ত সিঙ্গাপুরের ২১ বছরের জোসেফ স্কুলিং।
৪. হাত স্পর্শ করতে অসম্মতি: রিও গেমস থেকে বাদ যায়নি জাতিগত ভেদাভেদের উদাহরণ। ইসরায়েলি এক জুডো খেলোয়াড়ের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করে বের হয়ে যান মিশরের এক জুডো খেলোয়াড়।
৫. পুচকে অ্যাথলেট-জিরাফি অ্যাথলেট: অলিম্পিক শুরু হতে না হতে অন্তর্জাল দুনিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে পড়ে। আমেরিকার আর্টিস্টিক জিমন্যাস্ট রাগান স্মিথ ছবি তোলেন দীর্ঘকায় বাস্কেটবল খেলোয়াড় ডিআন্দ্রে জর্ডানের সঙ্গে। টুইটারে ছবিটি আসতেই পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে।
(ঢাকাটাইমস/২২আগস্ট/এএম)