রিওতে এসেছি, দেখেছি, জয় করেছি: বোল্ট
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২২ আগস্ট, ২০১৬ ২০:০২:৫৯
ঢাকা: এটি ছিলো তার ক্যারিয়ারের শেষ অলিম্পিক। তাই নিজের প্রত্যাশা তো ছিলোই, সেই সাথে ভক্তদেরও নজর ছিলো তাঁর দিকে। কারণ, তিনিই তো বিশ্বের দ্রুততম মানব। তিনিই তো সেরা স্প্রিন্টার। তিনি তো জীবন্ত কিংবদন্তি উসাইন বোল্ট।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হয় অলিম্পিকে বোল্টের শেষ ইভেন্ট। ওই ইভেন্টে স্বর্ণ জিতে ‘ট্রিপল ট্রিপল’ এর পূর্ণ করেন তিনি। তিনিই একমাত্র স্প্রিন্টার যিনি পরপর তিন অলিম্পিকে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪×১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয় করেন।
রবিবার রাতে রিও ছেড়েছেন উসাইন বোল্ট। রিও ছাড়ার আগে তার সর্বশেষ টুইটে তিনি লিখেছেন, আমরা এসেছি, আমরা দেখেছি, আমরা জয় করেছি। রিও তোমার প্রতি সীমাহীন ভালোবাসা রইলো।
(ঢাকাটাইমস/২২ আগস্ট/এসইউএল)