logo ২০ এপ্রিল ২০২৫
রাবিতে ‘মাদকসেবী শিক্ষার্থীকে’ ছাত্রলীগের মারধর
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০৪:৫৮
image



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে মাদক সেবনকালে জীবন নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে হল প্রশাসনের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের ১১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।






ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জীবন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।






আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, জীবন দীর্ঘদিন ধরে হেরোইন, গাঁজা ও ইয়াবার নেশায় আসক্ত। রবিবার রাতে হলের ১১৩ নম্বর কক্ষে তিনি বন্ধুদের নিয়ে মাদক সেবন করে বাজিতে তাস খেলছিলেন। বিষয়টি জানতে পেরে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়ানন্দ অভির নেতৃত্বে হল ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কক্ষে অভিযান চালান। তারা কক্ষটিতে হেরোইন ও ইয়াবা সেবনের সরঞ্জাম এবং মদের বোতল উদ্ধার করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন ও তার বন্ধুদের বেধড়ক মারধর করেন। পরে হল প্রাধ্যক্ষকে খবর দিয়ে তারা মাদকসেবী ওই শিক্ষার্থীদেরকে হল প্রশাসনের হাতে তুলে দেন।






রাবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়ানন্দ অভি ঢাকাটাইমসকে বলেন, ‘হলে মাদক সেবনের এই ঘটনা প্রায়ই ঘটে। নিষেধ করেও কোনো কাজ হয় না। তাই মাদকসেবী কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে হল প্রশাসনের হাতে তুলে দিয়েছি।’






এ ব্যাপারে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. আব্দুর রহমান বলেন, ‘জীবন নামের ওই ছেলের কক্ষে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। এ ব্যাপারে হলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জীবনের আঘাত গুরুতর হওয়ায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’






(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)