আগামী ৬ সেপ্টেম্বর থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিন ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেয়া হবে। ২১ সেপ্টেম্বর থেকে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে।
(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর)