logo ২০ এপ্রিল ২০২৫
জাবিতে সার্ক ট্যুরের কমিটি নিয়ে মারামারি, আহত ৩
জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৮:৩১
image



সার্ক ট্যুরের কমিটি গঠনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন ছাত্রকে মারধর করেছে একই বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সরকার ও রাজনীতি বিভাগে এ ঘটনা ঘটে।






প্রত্যক্ষদর্র্শীরা জানান, বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থীদের সার্ক ট্যুরের কমিটি গঠন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে আ ফ ম কামাল উদ্দিন হলের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বঙ্গবন্ধু হলের রাকিব হাসান, ইমরান ফয়সাল, রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, শেখ জানে আলম, জান্নাতুল আশিক খান, আব্দুস সালাম মণ্ডল ও ফিরোজ মাহমুদকে সঙ্গে নিয়ে আ ফ ম কামাল উদ্দিন হলের মঈনুদ্দিন আল হুসাইন, মুজাহিদুল ইসলাম জাহিদ ও মনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। পরে বিভাগীয় শিক্ষক সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজেদুল রহমান তাদেরকে নিবৃত করেন।






আহত তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বিভাগীয় শিক্ষক সহযোগী অধ্যাপক নাসরীন সুলতানাকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।






আহত তিন ছাত্র দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওদের সংখ্যা বেশি থাকায় তারা সব সময় আমাদের কটাক্ষ করতো। তারা একইভাবে বিভাগের সার্ক ট্যুরের কমিটি নিয়েও ঝামেলা করে।  বিভাগীয় শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দিলেও তাদের কথা উপেক্ষা করে আমাদেরকে মারধর করে। অন্যদিকে অভিযুক্ত বঙ্গবন্ধু হলের ছাত্ররা দাবি করেন, তারা ফেসবুকে আমাদের দেখে নেয়ার হুমকি দেন। এছাড়া তারাই আমাদের গায়ে প্রথমে হাত উঠায়। যার কারণে তাদের সঙ্গে আমাদের হাতাহাতি হয়েছে।






বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক বশির আহমেদ ঢাকাটাইমসকে বলেন, তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।






(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)