logo ২০ এপ্রিল ২০২৫
নওগাঁও প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে ডিসি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৫৭:৪৭
image




টাঙ্গাইলের মির্জাপুরের ৬৩নং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবরেন পাশে টিনশেড ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।



রবিবার সকালে টাঙ্গাইল জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন।  



উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত কিছুদিন আগে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম শিরোনামে সচিত্র খবর কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। খবরটি জেলা প্রশাসক মো. মাহাবুর হোসেনের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে ঝুঁকিপূর্ণ ভবনের পাশে একটি টিনশেড ঘর নির্মাণের নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ টিনশেড ঘর নির্মাণকাজ শুরু করেন। রবিবার সকালে জেলা প্রশাসক মাহাবুব হোসেন টিনশেড ঘরের নির্মাণ কাজ প্রত্যক্ষ করতে নওগাঁও ছুটে আসেন।



এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। আগামী ৪/৫ দিনের মধ্যে ঘরের নির্মাণকাজ শেষ হবে।



(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)