logo ২০ এপ্রিল ২০২৫
‘জঙ্গিবাদ দমনের দায়িত্ব শুধু সরকারের নয়, সবার’
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২৩:৫০
image



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।






প্রতিবাদ সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণ কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহে জঙ্গিবাদবিরোধী মতবাদ সৃষ্টি করতে হবে। এছাড়া সমাজের প্রগতিশীল লেখক, শিল্পী, সমাজকর্মীদের তাদের লিখনি ও কর্মের মাধ্যমে সন্ত্রাসবিরোধী জনসচেতনতা বাড়াতে হবে।’






উপাচার্য বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের মূলোৎপাটন করতে হলে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠাপোষকতা বন্ধ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শুধু সরকার কাজ করলে হবে না। দেশের প্রত্যেকটি নাগরিককে তাদের পরিবার সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরিবারের কোনো সদস্য সন্ত্রাস ও জঙ্গিবাদের সংস্পর্শ না পায়।’






এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ, কর্মকর্তা সমিতির সভাপতি ড. সৈয়দ আহম্মদ, শাখা ছাত্রলীগ  সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন প্রক্টর ড. নুর মোহাম্মাদ।






এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জঙ্গিবাদকে ‘না’ বলেন এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নেন।






(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/ ইসরাফিল/জেবি)