‘২০১৭ সালে কেরানীগঞ্জে জগন্নাথের হল’
০৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৯:১৪
![image]()
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০১৭ সালে কেরানীগঞ্জে আবাসিক হল নির্মাণ শুরু হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে মন্ত্রী এ আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাংলাবাজারে নির্মাণাধীন ছাত্রী হল ১৭ তলা ও একাডেমিক ভবনকে ২০ তলায় উন্নীত করা হবে।
গত একমাসেরও বেশি সময় ধরে হলের দাবিতে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিমধ্যে ধর্মঘট, অনশনসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
এর আগে গতবছর বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলো উদ্ধারের দাবিতে কয়েক দিন ধরে রাজপথে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে অবশ্য সে আন্দোলন স্থমিত হয়ে যায়।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বিষয়টি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, কোনো সমস্যার হঠাৎ সমাধান হয় না। ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে ২৭৪ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা ২০১৬-২০ সালের মধ্যে বাস্তবায়ন হবে। এ প্রকল্পের আওতায় কেরানীগঞ্জে ২৫ বিঘা জমির ওপর ১০ তলা বিশিষ্ট আবাসিক ছাত্রাবাস, শিক্ষকদের আবাসন প্রকল্প, নির্মাণাধীন ছাত্রী হল ১৭ তলা ও একাডেমিক ভবনকে ২০ তলায় উন্নীত করা হবে।
পাশাপাশি পরবর্তীতে ঝিলমিল ও পূর্বাচল এলাকায় নতুন জায়গা খোঁজা হবে বলেও জানান মন্ত্রী।
সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক নূরে আলম আব্দুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেনে।
এসময় শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনও উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/বিইউ/এ্আর/ঘ.)