হল ইস্যু: জগন্নাথের শিক্ষকদের সঙ্গে বসছেন মন্ত্রী
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ২১:০৫:১২

চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে আগামীকাল রবিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে বসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে।
শনিবার জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষক সমিতির সভাপতি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সমস্যা এবং এর পরিপ্রেক্ষিতে কারাগারের জমি বরাদ্দের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘ এক মাস ধরে যে আন্দোলন করছে তা নিয়েই মন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে ভালো একটি সমাধান বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় হলের দাবিতে এক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হলের দাবিতে ইতোমধ্যে রাজপথে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। হলের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই আন্দোলনে সমর্থন দিচ্ছে। কারাগারের জায়গায় না হলেও অন্তত যেকোনো জায়গায় যেন শিক্ষার্থীদের আবাসিক সংকট সমাধানে সরকার এগিয়ে আসে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।
(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/ইসরাফিল/জেবি)