logo ২০ এপ্রিল ২০২৫
মির্জাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৪৫:৩১
image



টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতামূক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 






শনিবার সকালে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনামূলক আলোচনা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।






এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন, মির্জাপুর পৌরসভার সাবেক প্রশাসক উত্তম কুমার সেন লালু, কলেজ পরিচালনা পরিষদের সদস্য বিপ্লব মাহমুদ উজ্জল, কলেজের প্রভাষক মো. জাহাঙ্গীর আলম খান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন প্রমুখ। 






এদিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী একই ধরনের সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা সদরের এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও দেওহাটা এজে উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ি কলেজ ও উচ্চ বিদ্যালয় এবং বাঁশতৈল উচ্চ বিদ্যালয়ে। 






(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)