জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘মানুষ হত্যা করে নয়, মানুষকে ভালবেসে ও রক্ষা করেই বেহেশত মিলে। কেউ সন্ত্রাস-জঙ্গি হয়ে জন্মায় না, পরিবেশ তা সৃষ্টি করে। তাই কেউ যাতে বিপথগামী না হয়, সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
তিনি বলেন, ‘এ দেশের মানুষ ঐতিহ্য ও সংস্কৃতিগত ভাবেই সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং শান্তি ও সম্প্রীতির পক্ষে। তাই এ দেশে সন্ত্রাসী- জঙ্গিদের কোনো ঠাঁই হবে না’|
আজ শনিবার ইডেন মহিলা কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত শিক্ষার্থী, অভিভাবক, আলেমসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন কলেজ অধ্যক্ষ প্রেফেসর গায়েত্রী চ্যার্টাজীর। অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান, রমনা বিভাগের ডিসি ইব্রাহিম খান, উপ-অধ্যক্ষ ড. শামসুন নাহার, আজিমপুর ছাপড়া মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হক, অভিভাবক প্রতিনিধি মদনমহন বিশ্বাস, ছাত্রীদের পক্ষ থেকে আনজুমান আরা অনু প্রমুখ বক্তব্য রাখেন।
(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এমএম)