যৌন হয়রানি: মুচলেকায় পার পেলেন বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৪৯:১৬

আর কখনও এই কাজ করবেন না- এমন মুচলেকা দিয়েই পার পেয়ে গেলেন অভিযুক্ত মিল্টন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ডাকা বৈঠকে এই ঘটনা ঘটেছে।
এর আগেও নানা সময় ছাত্রীদের উত্ত্যক্ত করা, সাংবাদিকদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগ ছিল মিল্টনের বিরুদ্ধে। এ কারণে তিনি সাজাও পেয়েছেন। নিজ সংগঠন ছাত্রলীগ থেকে বহিষ্কারও করা হয়েছে তাকে এই কারণেই। এমন এক অভিযুক্ত কেবল মুচলেকা দিয়ে পার পেয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ক্যাম্পাসে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হয়রানির বিষয়টি লঘুভাবে দেখার সুযোগ নেই।’
এ বিষয়ে আইন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল আলীম বলেন, ‘যৌন হয়রানি একটি ফৌজদারি অপরাধ। এই অভিযোগে অভিযুক্তদের কাছ থেকে এভাবে শুধুমাত্র মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া ঠিক না।’
মিল্টনের বিরুদ্ধে এর আগে গত ৮ ফেব্রয়ারি এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। আর এর প্রতিবাদ করায় এক সাংবাদিককে মারধরও করেছিলেন মিল্টন ও তার সহযোগীরা। এই ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, গত ২৯ আগস্ট তাকে হল থেকে ডেকে আনেন মিল্টনসহ কয়েকজন শিক্ষার্থী। তখন আসতে না চাইলে তাকে হুমকি দেয়া হয়। পরে ওই ছাত্রীকে এক ছাত্রকে প্রেমের প্রস্তাব দিতে চাপ দেয়া হয়। রাজি না হলে তাকে নানা আজেবাজে কথা বলা হয়। এসময় ওই ছাত্রী আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করেন।
পরের দিন মঙ্গলবার ভুক্তভোগী ওই শিক্ষার্থী মিন্টুর দর্শন বিভাগে লিখিত অভিযোগ জমা দেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সভা ডাকেন বিভাগের সভাপতি অধ্যাপক আক্তার আলী। ওই সভায় অভিযুক্তদের অভিভাবকদের ডেকে এনে আলোচনার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে অভিযুক্তদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
এ বিষয়ে বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিভাগের এক সালিসী বৈঠকে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিযোগকারী ছাত্রী ও অভিযুক্তদের মধ্যে মীমাংসা করে দেয়া হয়েছে।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘বিভাগের শিক্ষকরা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি তা মেনে নিয়েছি। তবে এ ধরনের ঘটনা পরবর্তীতে আর ঘটবে না বলে শিক্ষকরা আমাকে আশ্বস্ত করেছেন।’
(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)