রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থীকে সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষাসহ আগামী দুই সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত ৩১ আগস্ট রেজিস্ট্রার দপ্তর এ সংক্রান্ত একটি লিখিত নির্দেশনাও দিয়েছে।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা চলাকালীন মুঠোফোন হতে উত্তর লেখার মাধ্যমে অসদুপায় অবলম্বন করে ওই দুই শিক্ষার্থী। এসময় তাদেরকে হাতেনাতে ধরা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় তাদের চলতি পরীক্ষা বাতিলসহ আগামী দুই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মর্মে সিদ্ধান্ত হয়। পরে এই সিদ্ধান্তটি গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায়।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/জেডএ)