logo ২০ এপ্রিল ২০২৫
বরিশালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১১ লাখ টাকা ছিনতাই
বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৪:২৫
image



বরিশালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতনের ১১ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে রহমতপুরে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।






কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ শংকর ভৌমিক জানান, প্রতি মাসের মতো আজও নিজস্ব গাড়িতে সোনালী ব্যাংক বাবুগঞ্জের খানপুরা শাখা থেকে কর্মচারীদের বেতনের ১১ লাখ টাকা নিয়ে অফিসে ফিরছিলেন ইনস্টিটিউটের হিসাবরক্ষক। রহমতগঞ্জ ব্রিজ থেকে ইনিস্টিটিউটের সড়কে আসার পর চারটি মোটরসাইকেলে সাত-আটজন দুর্বত্ত এসে গাড়ির গতি রোধ ও ভাঙচুর করে। এরপর পিস্তল দেখিয়ে হিসাবরক্ষকের কাছ থেকে ১১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।






জানা যায়, ঘটনার সময় গাড়িতে চালক রফিকুল ইসলাম চুন্নু, হিসাবরক্ষক ইয়াসিন হাওলাদার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার আ. ছত্তার ও রহমতপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লাল লস্কর ছিলেন।






বরিশাল নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. কামরুল আমিন জানান, খবর পাওয়ার পর পুলিশ দুর্বৃত্তদের গেপ্তারে অভিযান চালাচ্ছে।






তবে এতগুলো টাকা নেয়ার সময় কেন পুলিশের সহায়তা চাওয়া হয়নি সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।






(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/মোআ)