logo ২০ এপ্রিল ২০২৫
দুই দিন না যেতেই শাহজালালে ছাত্রলীগের আবার সংঘর্ষ
শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১৯:০৯:২৩
image




দুই দিন না যেতেই পূর্ববিরোধের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত রবিবার সংঘর্ষের পর বুধবার বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।



সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ইমরান খানের অনুসারী ও সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনওয়ার হোসেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



এর আগে গত রবিবার ফুটবল খেলার কমিটি নিয়ে ইমরান খান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাস সমর্থিত রনি-সাখাওয়াত গ্রুপের অনুসারীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মনওয়ারসহ উভয় পক্ষের অন্তত পাঁচ কর্মী আহত হন।



(ঢাকাটাইমস/৩১ আগস্ট/প্রতিনিধি/এলএ)