logo ২০ এপ্রিল ২০২৫
শাবিপ্রবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৬ ১৪:১৮:২১
image




একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির আদেশ বহাল রাখায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।



মঙ্গলাবার দুপুর ১টায় মিছিলটি ফুডকোর্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয়।



এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, সাধারণ সম্পাদক ইমরান খান, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্ম-সম্পাদক সাজিদুল ইসলামসহ ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



(ঢাকাটাইমস/৩০ আগস্ট/প্রতিনিধি/এলএ)