জগন্নাথে আন্দোলন: এবার অনশন কর্মসূচির ডাক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৬ ১৭:০০:১৬

হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার ছয় ঘণ্টার অনশন কর্মসূচির ডাক দিয়েছেন। সোমবার ধর্মঘট পালনের মধ্যেই নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানিগঞ্জে স্থানান্তরের পর থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের খালি করা জায়গায় হলের দাবি করে আসছে জগন্নাথের শিক্ষার্থীরা। এই দাবিতে এতদিন ধরে তারা মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ, ছাত্র ধর্মঘট পালন করে আসছিল। এবার অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
কারাগারের জায়গায় হলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তবে অন্যান্য দিনের তুলনায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম।
সকালে ক্যাম্পাস ক্যাফেটরিয়ার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার আন্দোলন কমিটির আহ্বায়ক এফ এম শরিফুল ইসলাম আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনশন কর্মসূচি ঘোষণা করেন।
শরিফুল ইসলাম বলেন, ‘হলের দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ভিন্নখাতে নিতে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। আমরা সাধারণ ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র প্র্রতিহত করব।’
এই ছাত্রনেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানে আমরা বিভিন্ন সময়ে নানা কর্মসূচি দিয়েছি। আমাদের আন্দোলনের মাধ্যমে চারটি বেদখল হল উদ্ধার করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ ঢাকাটাইমসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নিয়ে একটি হল উদ্ধারের জন্য কমিটি গঠন করা হবে। এই বিষয়ে ছাত্ররা মনে করছে যে শিক্ষকরা বিরোধিতা করবে। আসলে শিক্ষরাও চায় ছাত্রদের আবাসন সংকট নিরসন হোক।’
(ঢাকাটাইমস/২৯আগস্ট/জিএম)