জগন্নাথে ছাত্রলীগের সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৬ ২১:০০:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনের সংবাদ ও ছবি সংগ্রহকালে একটি অনলাইন নিউজপোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাছুম বিল্লাহ আখন্দকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ইতিবাচক সংবাদ প্রচার বর্জনের ঘোষণা দিয়েছে জবি সাংবাদিক সমিতি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের ইতিবাচক কোনো সংবাদ প্রচার করবেন না বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।
রবিবার জবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
সাংবাদিক সমিতির সভাপতি মো. সোহাইল মিয়া এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিককে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তারা এই ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্তদের বিচার দাবি করেন।
জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, আমি এবিষয়ে শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে এ হামলার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর রবিবার সকালে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক মাছুম বিল্লাহ আখন্দকেও মারধর করেন তারা।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/ইসরাফিল/জেবি)