logo ২১ এপ্রিল ২০২৫
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, রাবির ছাত্রমৈত্রী নেতা আটক
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৬ ১৪:৪৮:২৭
image




প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়কে আটক করেছে পুলিশ।



রবিবার দুুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছন থেকে তাকে আটক করা হয়।



ফেসবুকে এক স্ট্যাটাসে দিলীপ রায় লেখেন, ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে, তখন আপনি আফসোস করে বলবেন (উনার বাপের ডায়ালগটা)।’ আরেকটি মন্তব্যে বলেন, ‘আমি কুত্তার গায়েও লিখতে পারব না, সে আওয়ামী লীগ তাতে তার লজ্জা হবে।’



অন্য একটি মন্তব্যে তিনি লেখেন ‘প্রধানমন্ত্রী হাসিনা আপনি বোধ হয় আরেকটি ফুলবাড়ি দেখতে চাচ্ছেন, এজন্য আপনাকে অভিনন্দন। জতি অবশ্যই আপনাকে এই অভিজ্ঞতা অর্জনে বাধিত করিবেন বলে জানি।’



মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করেছিল। এ নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল তাই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’



এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।



বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি বলেন, ‘সব মন্তব্য ক্ষমতাসীন দলের পক্ষে যাবে এমন কোনো কথা নেই। কোনো মন্তব্য তাদের বিরুদ্ধেও যেতে পারে, কিন্তু তাই বলে এভাবে আটক করে হয়রানি করার কোনো মানে হয় না। তাকে আটক করে স্বৈরশাসনের পরিচয় দেওয়া হয়েছে।’



এদিকে দিলীপ রায়ের ছাত্রত্ব বাতিলের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিল শেষে দলীয় টেন্টে এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় দিলীপ রায়ের উপযুক্ত শাস্তি এবং এক সপ্তাহের মধ্যে ছাত্রত্ব বাতিলর দাবি জানায় নেতাকর্মীরা।



(ঢাকাটাইমস/২৮ আগস্ট/প্রতিনিধি/এলএ)