রংপুরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মাহিগঞ্জ ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মো. আখতারুজ্জামান সাজু।
রবিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু শশাঙ্ক শেখর রায় তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় কলেজের গভর্নিং বডির সদস্যরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এর আগে দুপুরে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকারীরা।
অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু মাহিগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ছিলেন।
১৯৯৫ সালের ১৬ অক্টোবর মাহিগঞ্জ কলেজে ব্যবস্থাপনা বিভাগে তাঁর অধ্যাপনা শুরু।
যোগদান শেষে তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, সবার সহযোগিতায় ঐতিহ্যবাহী এই কলেজটিকে রংপুরের আধুনিক এবং মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়তে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। গভর্নিং বডির সদস্যরা এবং কলেজের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে সহযোগিতার আশ্বাস দেন।
চলতি বছরের ১৩ জানুয়ারি কলেজের সাবেক অধ্যক্ষ আ হ ম রবিউল হক সরকারের আকস্মিক মৃত্যুতে পদটি শুন্য হয়।
এরপর চলতি মাসের ৫ আগস্ট রংপুর সার্কিট হাউজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব প্রক্রিয়া শেষে রবিবার মো. আখতারুজ্জামান সাজু অধ্যক্ষ বরিউল হক সরকার স্থলাভিষিক্ত হলেন।
তারা দুই জনই মাহিগঞ্জ কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ছিলেন।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/ইএস)