‘শিক্ষকদের রাজনীতিতে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়’
জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৬ ১৮:১০:০৪

শিক্ষকরা সরাসরি রাজনীতি করলে শিক্ষার পরিবেশ ধ্বংস হয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার বেলা ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের রাজনীতি করার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষকরা যেকোনো একটি রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন। সেটা যে দলই হোক। কিন্তু সরাসরি রাজনীতি করলে শিক্ষার পরিবেশ ধ্বংস হবে। শিক্ষার্থীদের যেমন হোমওয়ার্ক করার দরকার আছে, তেমনি শিক্ষকদেরও হোমওয়ার্ক করে ক্লাসে আসার দরকার আছে।’
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবকিছুর ওপর পড়ালেখাকে গুরুত্ব দেবেন। শুধু বক্তৃতা দিলে হবে না, কিছু শিখতে হবে। ব্যানার বিলবোর্ডে ছবি দিয়ে সত্যিকার নেতা হওয়া যায় না। নেতা হতে যোগ্যতা লাগে। ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষের হৃদয়ে স্থান করে নিতে না পারলে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় না। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন বলেই অমর হয়ে আছেন।’
বঙ্গবন্ধুকে নতুন করে প্রতিষ্ঠা করার কিছু নেই উল্লেখ করে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়েই আছেন। ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার সাধ্য কারো নেই। যতদিন পাখিরা গান গাইবে, যতদিন চন্দ্র-সূর্য থাকবে, যতদিন গঙ্গার প্রবাহ থাকবে, ততদিন এ দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু বেঁচে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রধান বিপদ যদি উগ্রবাদ হয়, তাহলে প্রধান আপদ হলো মাদকদ্রব্য। উগ্রবাদের মতোই মাদকও আমাদের দেশে সর্বনাশের ছোবল মারছে। ইয়াবার ভয়ানক ছোবলে সারা দেশের যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে।’ এসময় তিনি মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এদিকে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) পরিদর্শন করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা সাংবাদিক সমিতির সদস্যদের ভূয়সী প্রসংশা করে ছাত্রলীগের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। পরে জাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি উপহার দেয়া হয়। এ সময় জাবিসাসের সভাপতি বেলাল হোসাইন রাহাত, সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন, বাসসের সৈয়দ এলতেফাত হোসাইন, ইত্তেফাকের আব্দুল্লাহ আল মামুন নিলয়, বাংলানিউজের নূর আলম হিমেল, নিউ এইজের সাইফুল ইসলাম, মানবজমিনের হাসান আল মাহমুদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/প্রতিনিধি/জেবি)