জগন্নাথের আন্দোলনে নিয়ন্ত্রণ চায় ছাত্রলীগ
প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৬ ১১:৩৭:৩৭

বামধারার ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশের হাত ধরে শুরু হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দাবির চলমান আন্দোলনের নেতৃত্ব ও কৃতিত্ব অনেকটা জোর করে ছিনিয়ে নিতে চাইছে এখানকার ছাত্রলীগ।
আজ সকালে বামধারার সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসের বাইরে গিয়ে অবস্থান ও বিক্ষোভ মিছিল করতে দিচ্ছে না ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠনের এই শাখার নেতাকর্মীরা।
যারা ফটকের বাইরে বের হতে চাইছে তাদের উপর ছাত্রলীগ হামলা করছে। ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সাধারণ শিক্ষার্থীদের যোগ বাধ্যতামূলক করার তৎপরতা চলছে।
গতকালও হলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা করেছে ছাত্রলীগ। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়। গতকালই আন্দোলনের সংবাদ ও ছবি সংগ্রহের সময় একটি অনলাইন সংবাদমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাছুম বিল্লাহ আখন্দকে মারধরের অভিযোগে ছাত্রলীগের ইতিবাচক সংবাদ প্রচার বর্জনের ঘোষণা দিয়েছে জবি সাংবাদিক সমিতি।
উল্লেখ্য, ২০০৫ সালে অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা এই শিক্ষা প্রতিষ্ঠানের ১১টি হল প্রভাবশালীদের দখলে ছিল। ২০০৯ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনে সরকারের উচ্চ মহলের টনক নড়ে। ওই সময় একাধিক হল বিশ্ববিদ্যালয়কে দিতে ভূমি মন্ত্রণালয়ের সুপারিশ থাকলেও তা কার্যকর করেনি ঢাকা জেলা প্রশাসন।
পরে ২০১১ ও ২০১৪ সালে জোরালো আন্দোলনে দুটি হল পুনরুদ্ধার হলেও তা ব্যবহার উপযোগী করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরেকটি হল আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের দখলে থাকলেও তা নিয়ে নেই কোনো পরিকল্পনা। নতুন দুটি হল নির্মাণের উদ্যোগেও রয়েছে দীর্ঘসূত্রতার অভিযোগ।
সম্প্রতি ঢাকার কেন্দ্রীয় কারাগার নাজিমউদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হলে, কারাগারের পরিত্যক্ত জায়গায় হল নির্মাণের দাবিতে আন্দোলনে নামে বামধারার ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ।
চলমান আন্দোলনের মুখে হল নির্মাণ উদ্যোগে গতি আনার আশ্বাস এরইমধ্যে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/প্রতিনিধি/এমএইচ)