logo ২১ এপ্রিল ২০২৫
রামপাল বাতিলের দাবি: রাবিতে ছাত্র সমাবেশ বুধবার
রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৬ ১৭:৪৮:৫৯
image




রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ করবে  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।



সুন্দরবন রক্ষা ও দেশের জঙ্গি হামলার প্রতিবাদে আগস্ট মাসব্যাপী চলা সাংস্কৃতিক জোটের কর্মসূচি ওই দিন ছাত্র সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।



ছাত্র সমাবেশ উপলক্ষে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ও ভবনে পোস্টার লাগানো হয়েছে। ওই দিন দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমাবেশটি করার কথা রয়েছে।



সমাবেশে সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে¡ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দীন খান, বিশেষ আলোচক হিসেবে থাকবেন রাবির বাংলা বিভাগের অধ্যাপক এ কে এম মাসুদ রাজা ও উদীচী শিল্পীগোষ্ঠী রাবি সংসদের সভাপতি ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার প্রমুখ।



(ঢাকাটাইমস/২৯আগস্ট/মোআ)