logo ২০ এপ্রিল ২০২৫
হলের দাবিতে জগন্নাথের শিক্ষার্থীদের অনশন
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৬ ১৯:০৯:৫৪
image




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হলের দাবিতে তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালন করলো শিক্ষার্থীরা। সরকার দল আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের ডাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শহীদ মিনার এবং সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলে।



পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর থেকেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের খালি করা জায়গায় হলের দাবি করে আসছে জগন্নাথের শিক্ষার্থীরা। এই দাবিতে এতদিন ধরে তারা মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ, ছাত্র ধর্মঘট পালন করে আসছিল। এবার শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করলো । পরে শিক্ষকদের অনুরোধে সাড়ে বারোটায় তারা অনশন কর্মসূচি থেকে ফিরে যায়। তবে অন্যান্য দিনের তুলনায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম।



পূর্বঘোষিত অনশন কর্মসূচি পালন শেষে শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম বলেন, ‘আমরা  একমাস ধরে আবাসন সংকট সমাধানের দাবিতে আন্দোলন করে আসছি। আজ আমরা অনশন কর্মসূচি পালন করলাম। হল আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি থেকে আমরা সরে আসবো না।’



ঢাকাটাইমস/৩০আগস্ট/ডব্লিউবি