logo ২০ এপ্রিল ২০২৫
শাবিপ্রবিতে ছাত্রলীগের হামলার বর্ষপূর্তিতে শিক্ষকদের অনশন
শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৬ ১৪:১৬:২৪
image




উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার এক বছরপূর্তিতে প্রতীকি অনশন করেছে উপাচার্যবিরোধী শিক্ষকরা। গত বছরের ৩০ আগস্ট আন্দোলনরত শিক্ষকদের ওপর এ হামলা করে ছাত্রলীগ।



মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকরা কালো ব্যাচ ধারণ করেন।



কর্মসূচিতে ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক মো. ইউনুস, অধ্যাপক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুল আওয়াল বিশ^াস, অধ্যাপক মুস্তাবুর রহমান, অধ্যাপক তুলসী কুমার দাস, অধ্যাপক ড. দীপেন দেবনাথ ও সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন প্রমুখ।



(ঢাকাটাইমস/৩০ আগস্ট/প্রতিনিধি/এলএ)