logo ২০ এপ্রিল ২০২৫
ইবিতে ভর্তি আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১৯:৩০:২৫
image




ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে শুরু বলে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) নুরুল ইসলাম নিশ্চিত করেছেন।



বুধবার সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সভাকক্ষে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।



একাডেমিক সূত্রে জানা যায়, এবছর ভর্তি পরীক্ষার ফরমের মূল্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। আগামী ১৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেধা তালিকার সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম  ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর এবং ১৫ জানুয়ারি ২০১৭ থেকে ক্লাস শুরু হবে।



এবছর এ, বি, সি, এইচ ইউনিটে ৬.৫০, ‘জি’ ইউনিটে ৬.৭৫ ও বিজ্ঞান অনুষদে জিপিএ ৭.০০ প্রাপ্তরা আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের অধীনে ১৬৯৫টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে।



বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ভিসি প্রফেসর ড. হারুন-অর-রাশিদ আসকারীর সভাপতিত্বে সভায় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ (ভারপ্রাপ্ত) এবং সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।



(ঢাকাটাইমস/৩১ আগস্ট/প্রতিনিধি/এলএ)