শহীদ কাদরীকে জগন্নাথের ভিসির শেষ শ্রদ্ধা
জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৬ ১৭:১৭:৪১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জবি উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নুরে আলম আব্দুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ প্রমুখ।
দীর্ঘদিন প্রবাসে থাকা কবি শহীদ কাদরী গত রবিবার নিউইয়র্কে ইন্তেকাল করেন। তার মরদেহ আজ বুধবার সকালে দেশে আনা হয়। পরে তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরে মানুষ। জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে কবিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/ইসরাফিল/জেবি)