logo ২০ এপ্রিল ২০২৫
শাহজালালে ছাত্রলীগের ৩৬ নেতাকর্মীকে শোকজ
শাবিপ্রবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৫:১৯
image




শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চারকর্মীকে বহিষ্কারের সুপারিশসহ ৩৬ নেতাকর্মীকে কারণদর্শানোর নোটিস দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। বহিষ্কারের জন্য চারজনকে সুপারিশ করেছে প্রক্টোরিয়াল কমিটি। তাদের কেন বহিষ্কার করা হবে না- তা জানতে চেয়ে নোটিস দেয়া হয়েছে।



চারজন হলেন- ছাত্রলীগ কর্মী আজমাইন, রাকিব, তাজবির ও লক্ষণ বর্মণ।



এছাড়া ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে ৫শ টাকা করে জরিমানা করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে নোটিস দেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার।



তারা হলেন- মনোয়ার হোসেন, ফাইয়াজ, নিয়াজ, তৌকির তন্ময়, রাখেশ মন্ডল, রনি তালুকদার, সজীব, সাখাওয়াত, শাহ আলম, মাহবুব, শাওন ও কামরুল ইসলাম।



এদিকে একই ঘটনায় ৫শ টাকা করে জরিমানাসহ কেন শাহপরান হল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ২০ ছাত্রলীগ নেতাকর্মীকে কারণদর্শানোর নোটিস দিয়েছে হল প্রশাসন।



ওই ২০ নেতাকর্মী হচ্ছেন- জাকারিয়া, রাব্বী, শিহাব, রুহুল আমিন, কামরুল ইসলাম, নূরে আলম, তৌকির আহমদ তালুকদার, ঝুটন, আবদুল হাদি, আমজাদ, জনি, মোশাররফ, জাকির, ইয়াসিন আরাফাত, বাসিত মিয়া, মুনকির, ইয়ামিন, স্বাধীন, মোমিন ও আজমাইন।



প্রসঙ্গত, ফুটবল খেলার কমিটি নিয়ে শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে গত শনিবার থেকে উত্তেজনা চলছে। এ নিয়ে গ্রুপগুলো কয়েকবার সংঘর্ষে জড়ায়।



(ঢাকাটাইমস/২ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)