logo ২০ এপ্রিল ২০২৫
বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেল ৭৫২ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১২:৫৮
image



বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত একাদশ শ্রেণীর বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসব-২০১৬ শেষ হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ঢাকা মহানগরের সেরা ১৫টি কলেজ ও কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির মোট ৭৫২ জন ছাত্র-ছাত্রীকে এই পুরস্কার দেয়া হয়।






বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, টেলিভিশন ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, আইএফআইসি ব্যাংকের হেড অব বিজনেস শাহ মো. মঈনুদ্দীন ও হেড অব ব্রান্ডিং মো. আসাদুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে আইএফআইসি ব্যাংক। মেসবাহ উদ্দিন আহমেদ সুমন অনুষ্ঠান সঞ্চালনা করেন।






এসময় শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বেদনার মধ্য দিয়ে যে মহত্ব অর্জন করা যায়, আনন্দের মধ্য দিয়ে তা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। ‘বই পড়ে তা নিজের মধ্যে ধারণ করে আলোকিত মানুষ হওয়া যায়’-এ কথা উল্লেখ করে তিনি বলেন, বই কেন ভাল? বই এমন একটা জিনিস, যেখানে এমন একটি জিনিস থাকে শ্রেষ্ঠ মানুষের আত্মার আলো সেখানে জ্বলে। সেই আলো নিজের মধ্যে নিতে পারলে জীবন সুন্দরভাবে গড়ে উঠবে।






২০১৫ সালে ঢাকা মহানগরের ১৫টি কলেজ কেন্দ্র ভিত্তিক বই পড়া কর্মসূচিতে মোট ২ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আজ ৭৫২ জনকে পুরস্কৃত করা হলো। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সেরা ১২টি বই পড়ার সুযোগ পেয়েছে।






অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে আলোকিত, উচ্চ মূল্যবোধ ও উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র গত ৩৮ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম নামে একটি বইপড়া কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির ভেতর দিয়ে শিক্ষার্থীরা তাদের মন ও বয়সের উপযোগী বাংলা ভাষাসহ বিশ্বেও বিভিন্ন ভাষার শ্রেষ্ঠ বইগুলো পড়ার সুযোগ পায়। বর্তমান সারা দেশে প্রায় ১৪ হাজার স্কুল ও কলেজে এই বই পড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিতে এ পর্যন্ত অংশগ্রহণকারী সদস্য সংখ্যা প্রায় ২২ লাখ।






২০১৫ সালে ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজে এই কর্মসূচি সুন্দরভাবে পরিচালিত হয়েছে জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, কলেজভিত্তিক ফলাফলে, কেন্দ্রীয় কলেজ কর্মসূচি (ঢাকা মহানগর) আওতায় পুরস্কারপ্রাপ্ত বিজয়ী ছাত্র-ছাত্রী ৫০ জন, নটরডেম কলেজের ১৪৭জন, হলিক্রম কলেজের ১৭৪ জন, ভিকারুননিসা নূন কলেজের ১০৫ জন, রাজউক উত্তরা মডেল কলেজের ৪৮জন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ৩৪ জনসহ মোট ১৫টি কলেজের সর্বমোট ৭৫২জন ছাত্র-ছাত্রী এই পুরস্কার পেয়েছে।






(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এমআর)